ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়নের বলিবাড়ি, মালাই ও বাঙ্গরা গ্রামের মাঝ দিয়ে একটি সড়ক নির্মাণের পর ওই এলাকার শত শত একর কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। ফলে চাষাবাদ ব্যাহত হচ্ছে। এতে হতাশা প্রকাশ করেছেন কৃষকরা।
কৃষকদের অভিযোগ, জিনদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অনিয়ম করে অপরিকল্পিতভাবে সড়ক নির্মাণের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জানা গেছে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির জাহানের পরিকল্পনায় জিনদপুর ইউনিয়নের বলিবাড়ি, মালাই ও বাঙ্গরা গ্রামকে সংযোগ করে একটি রাস্তা তৈরি করা হয়।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, তিন ফসলি জমি পানির নিচে তলিয়ে থাকায় ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে না। স্থানীয় কৃষক রুপ মিয়া বলেন, ‘আমাদের জমি এখন পানিতে ডুবে আছে, কোনো চাষ করতে পারছি না।’ এ নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষক শাকের মিয়া, আমজাদ হোসেন, এরশাদ মিয়াসহ আরো অনেক কৃষক।
এ বিষয়ে ইউপি সদস্য আমির জাহান বলেন, ‘সড়কের কারণে যদি জলাবদ্ধতার সৃষ্টি হয়, তা নিরসনের ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ও জিনদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. জাহাঙ্গীর আলম লিটন জানান- বিষয়টি তার নজরে এসেছে। তিনি বলেন, আমি ইতোমধ্যে কৃষি উপসহকারী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি, বিকালে আমি নিজে যাব। যদি পানি নিষ্কাশনের সুযোগ থাকে, পরিষদের তহবিল থেকে দ্রুততম সময়ে কাজ করার চেষ্টা করব। জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হলে রোপা আমন ধানের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’
কৃষকেরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে জমিগুলো আবারো ফসল উৎপাদনের উপযোগী হয়ে উঠবে।
কেকে/এএস