সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ২১০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সদস্যরা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, তাড়াশ পৌর এলাকার খুটিগাছা গ্রামের মৃত. শুকাল উদ্দিন সরকারের ছেলে মো. বুলবুল হোসেন (৬২)।
বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার, সদর কোম্পানির অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
তিনি জানান, সিরাজগঞ্জ র্যাব-১২ এর অধিনায়কের দিকনির্দেশনায় গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৫টার দিকে ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের ডাক্তার ইউসুফ প্রামানিকের পুকুর পাড়ে মিলন মেমোরিয়াল কোচিং সেন্টারের পেছনে অভিযান চালানো হয়। এ সময় ২১০পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কেকে/এআর