সাভারের আশুলিয়ায় তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে ইয়াছিন আরাফাত (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে ভোররাতে আশুলিয়ার গেরুয়া এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইয়াছিন আরাফাত (২১) আশুলিয়ার গেরুয়া এলাকার আবুল হাসেমের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (১৫ আগস্ট) বিকালে ভুক্তভোগী শিশুটি তার মাকে খুঁজতে খুঁজতে পাশের কক্ষে যায়। এসময় ওই কক্ষে শুয়ে থাকা যুবক ইয়াছিন আরাফাত তার কক্ষের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করে। এসময় মান-সম্মানের ভয়ে শিশুর পরিবার বিষয়টি গোপন রাখেন। পরে সোমবার শিশুটির পরিবার বিষয়টি জানিয়ে থানা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করেছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।
কেকে/এআর