ঢাকার কেরানীগঞ্জের সীমান্তবর্তী সাভারের ভাতুর্তা ইউনিয়নের নলাগরিয়া এলাকায় আলেম-ওলামাদের অংশগ্রহণে দারিদ্র্য ও মাদকমুক্ত সুস্থ এবং সচেতন সমাজ গঠনে করণীয় শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে নলাগরিয়া আনোয়ারা কমপ্লেক্সে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার হোসেন।
এ সময় বক্তারা বলেন, সমাজকে সঠিক পথে পরিচালনা করতে হলে প্রথমে পরিবার থেকে সচেতনতা তৈরি করতে হবে। তরুণ প্রজন্মকে মাদক থেকে বিরত রাখতে ধর্মীয় শিক্ষা ও সামাজিক মূল্যবোধকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আর এ ক্ষেত্রে আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরো বলেন, ইসলাম দারিদ্র্য দূরীকরণ, নৈতিক শিক্ষা ও সুস্থ সমাজ গঠনের জন্য স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকরা যদি এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তবে সমাজ থেকে অন্ধকার দূর হয়ে আলোকিত একটি প্রজন্ম গড়ে উঠবে।
আলোচনা সভায় সাভার ও কেরানীগঞ্জের শতাধিক মসজিদের ইমাম, মাদ্রাসার প্রিন্সিপাল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কেকে/এআর