সোনাগাজী উপজেলার সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন জি. ভা. সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজিত চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
জি. ভা. সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি মীর হোসেন পুলকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ইকবাল হোসাঈনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাঈল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী প্রসকিউটর হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা অজয় চন্দ্র দাস, সান-জেনারেল হাসপাতালের ম্যানেজার ফরিদ আহমেদ ভূইয়া, ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের সদস্য ওসমান গনি রাসেল, জি. ভা. সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা এম এ এইচ তাওহীদ।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপদেষ্টা ও সোনাগাজী সিটি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আকবর হোসাইন।
এসময় আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, আর এম হাট কারামতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হক, আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম তুষার, জি. ভা. সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশনের সহসভাপতি মোস্তফা আল হোসাইন রোমেন, সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ ও ওমর ফারুক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ী প্রথম বিবেচনায় ২০ জন শিক্ষার্থীদের সনদ, স্কুল ব্যাগ ও ছাতা এবং ৩০ জন শিক্ষার্থীকে বিশেষ পুরষ্কার সনদ ও ছাতা বিতরণ করা হয়।
কেকে/এজে