সাংবাদিকদের স্বার্থরক্ষায় নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) মানববন্ধনে তারা এ আহ্বান জানান।
রোববার (১০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, ‘প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এই ঘটনায় যারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
মানববন্ধনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম।
সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ।
আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রণব কৃষ্ণ রায়, ফটোজার্নালিষ্ট এসোশিয়েসনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কোষাধক্ষ্য শওকত এ সৈকত, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশ, ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান, আমাদের সময়ের নারায়ণগঞ্জ প্রতিনিধি এমরান আলী সজীব, সোনারগাঁ প্রতিনিধি মিজানুর রহমান, ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জের সভাপতি ফারহানা মানিক মুনা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবিত আল হাসান, খোলা কাগজের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নেয়ামত উল্লাহ প্রমুখ।
কেকে/এআর