মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বড়ইকান্দি ভাটেরচর গ্রামের রাস্তাটির দীর্ঘদিন ধরে বেহাল দশা। সরকারিভাবে রাস্তাটি সংস্কারের অপেক্ষা করে বাধ্য হয়ে রাস্তা সংস্কারে মাঠে নেমেছে যুব সমাজ।
খবর নিয়ে জানা যায়, বড়ইকান্দি ভাটেরচর হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে বড়ইকান্দি বাসস্ট্যান্ড থেকে নদীর পাড় পর্যন্ত এক কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় সংগঠনটি। স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে রাস্তার আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার এবং রাস্তাটির সংস্কার কাজ করে তারা।
সরেজমিনে শুক্রবার (৮ আগস্ট) সকালে বড়ইকান্দি ভাটেরচর গ্রামে গিয়ে দেখা যায়, খানাখন্দে ভরা রাস্তাটির বিভিন্ন জায়গায় ইটের খোয়া এবং বালি ফেলছেন সংগঠনের সদস্যরা। জনগণের চলাচলের সুবিধার্থে নিজস্ব তহবিল থেকে স্থানীয় ইটভাটা থেকে খোয়া, ইট ও বালি কিনে এনে তারা রাস্তাটি সংস্কার কাজ করছেন।
বিষয়টি সম্পর্কে সংগঠনের অ্যাডভোকেট মনিরুজ্জামান সুমন বলেন, 'সড়কটির দীর্ঘদিন ধরে বেহাল দশা। ভাঙ্গা সড়কে দীর্ঘদিন ধরে দুর্ভাগ্য পোহাচ্ছিল মানুষ। জনগণের দুর্ভোগ চোখে দেখার মতো না। সরকারিভাবে রাস্তাটি সংস্কার হবে আমরা এই অপেক্ষা করছিলাম। কিন্তু কোন আশার আলো না দেখে বাধ্য হয়ে আমরাই মাঠে নেমেছি'।
সংগঠনের এই উদ্যোগ স্বাগত জানিয়েছি স্থানীয়রা। স্থানীয়রা বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, 'যুব সমাজের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। রাস্তাটি জরুরি ভিত্তিতে মেরামত করে চলাচল উপযোগী করা হয়েছে তবে এর স্থায়ী সমাধান দরকার। আমরা সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব আপনারা দ্রুত রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহণ করুন'।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জলিল মাস্টার, অ্যাডভোকেট খন্দকার মো. মনিরুজ্জামান সুমন, শাহাদাত হোসেন সাইমন, রমজান মোল্লা, সাদ্দাম হোসেন, মহিউদ্দিন, জহিরুল ইসলাম, আবুল হোসাইন বাবু, আবু তৈয়ব, তরিকুল হাসান মোল্লা, মেহেদী হাসান, আবু তাহের, সোলায়মান মোল্লা, মোহাম্মদ নাজমুল হোসেন, হেলাল উদ্দিন, সোহরাব হোসেন বাবু, হাসান খন্দকার, শ্যামল, পাপ্পু, সুমন, মুক্তার, সজিব মোল্লা, শামিম মোল্লা, সৈকত, জাহিদ,জনি প্রমুখ।
কেকে/এআর