মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী ১৫ মামলার আসামি আমজাদকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট ) রাত ৯টার দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আমজাদ হোসেন ওরফে মামুন (৪০)। সে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের মোজাফফর বেপারীর ছেলে বলে জানা গেছে।
গজারিয়া থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আমজাদকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল গজারিয়া থানা পুলিশ। তাকে গ্রেফতারের বেশ কয়েকবার অভিযান চালানো হলেও বারবার কৌশল করে পুলিশের চোখে ধুলা দিয়ে পালিয়ে যাচ্ছিল সে। সর্বশেষ বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্থানীয়দের সহযোগিতায় মাথাভাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তিতে আমজাদ সামান্য আহত হলে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু বলেন, ' রাত সাড়ে ৯টার দিকে তাকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের মারধরের চিহ্ন রয়েছে। আমরা তাকে আপাতত হাসপাতালে ভর্তি রেখেছি'।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ' আমজাদ গজারিয়া শীর্ষ সন্ত্রাসী। হত্যা, অস্ত্র, মাদক, মারামারিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে গজারিয়া থানা সহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে। বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল'।
কেকে/ এএস