যুক্তরাজ্যে বাংলাদেশি মিডিয়াকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে-র কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে । এতে ক্লাবের সভাপতি পদে শাকির হোসাইন, সাধারণ সম্পাদক পদে তৌহিদুল করিম মুজাহিদ এবং অর্গানাইজিং সেক্রেটারি আতাউর রহমান।
পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কের হলরুমে রোববার (৩ আগস্ট) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান ।
এরআগে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী, বিবিসি বাংলা সার্ভিসের সিনিয়র সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, টাওয়ার হেমলেটস লেবার পার্টি নেতা কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর শামসেদ চৌধুরী, টাওয়ার হেমলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, সিনিয়র সাংবাদিক জিআর সোহেল, অ্যাডভোকেট আব্দুল হালিম হাওলাদার প্রমুখ ।
কমিটির নির্বাচিত অন্য নেতারা হলেন, ভাইস প্রেসিডেন্ট মো. জুনায়েত রিয়াজ, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহবুবা জেবিন, জয়েন্ট সেক্রেটারি এসএইচ সোহাগ, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর হোসেন,অফিস সেক্রেটারি ইয়াসমিন জাহানারা, ল আ্যফেয়ার্স সেক্রেটারি মো. মাহবুবুল আলম তোহা, ট্রেনিং সেক্রেটারি রিয়াদ আহসান, আইটি সেক্রেটারি রাজিব হাসান, পাবলিসিটি সেক্রেটারি শাকিল আহমেদ সোহাগ, পাবলিকেশন সেক্রেটারি মো. আবদুল কাদের জিলানী, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন, কমিউনিটি এনগেইজমেন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন সবুজ চৌধুরী, ওয়েলফেয়ার সেক্রেটারি মো. মুন্না মিয়া, সোশ্যাল মিডিয়া সেক্রেটারি আবদুল্লাহ আল তারিক। শেষে ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
কেকে/এআর