সাগরের নিম্নচাপ জনিত বৈরী আবহাওয়ায় ও অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছে নোয়াখালীর হাতিয়া উপজেলা প্রশাসন। এসময় প্রতিটি পরিবারকে ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে উপজেলার চরকিং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, চরকিং ইউপি চেয়ারম্যান নাঈম উদ্দিন আহম্মেদ ও সূখচর ইউনিয়ন পরিষদ সচিব হোছনে মোবরকসহ ইউপি সদস্যবৃন্দ।
সম্প্রতি সাগরে নিন্মচাপের কারণে অস্বভাবিক জোয়ারে তলিয়ে যায় উপজেলার সূখচর, নিঝুমদ্বীপসহ কয়েকটি ইউনিয়নের নিম্মাঞ্চল। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয় সূখচর ও নিঝুমদ্বীপ ইউনিয়নে। এজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত কয়েকদিন এসব এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয়।
বিশেষ বরাদ্দের আওতায় দুর্যোগে ক্ষতিগ্রস্থ সূখচর ইউনিয়নের ২৫০ পরিবারকে ১৫ কেজি করে চাল দেওয়া হয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ক্ষতিগ্রস্থ এসব পরিবারের সদস্যদের পার্শ্ববর্তী চরকিং ইউনিয়ন পরিষদে এসে এই চাল নিতে হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, জোয়ারের ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে এই চাল দেওয়া হয়। এজন্য ইউনিয়ন পরিষদের লোকজন বাড়ী বাড়ী গিয়ে তালিকা তৈরি করেন। একই ভাবে নিঝুমদ্বীপ ইউনিয়নেও দেওয়া হবে।
কেকে/ এমএস