প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ বেসরকারি বিদ্যালয়গুলোকে বাদ রাখার প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকমন্ডলী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কিন্ডাগার্টেন স্কুলগুলো বাদ দিয়ে এই জুলাই মাসে শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। যা চরম বৈষম্য এবং যা জুলাই তেচনারসাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমরা গত ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আসছিলাম। গত ২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষাতেও অংশগ্রহণ করেছিলাম। ২০১২ সাল থেকে কিন্ডারগার্টেন স্কুল সমূহকে EMIS কোড ও স্কুল কোড প্রদান করা হয়। সেই সাথে সরকারি বই যথারীতি পেয়ে যাচ্ছি। আমাদের স্কুল থেকে ছাত্র/ছাত্রীরা বৃত্তি লাভ করে উচ্চ শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারি বেসকারি কর্মস্থলে কাজ করে মেধার স্বাক্ষর রেখে যাচ্ছে।
তারা বলেন, এই সরকারকে অস্থিতিশীল করার জন্য কিছু সংখ্যক আমলা এ ধরনের বৈষম্য মূলক কর্মকান্ড ঘটিয়েছে। সবাই যেহেতু এই দেশের নাগরিক, সব নাগরিকের সন্তানদেকে প্রাথমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেওয়া হোক।
এতে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. গোলাম মোস্তাফা, সাধারণ সম্পাদক এমদাদুল হক সহ অন্যান্যরা।
কেকে/এজে