মুন্সীগঞ্জের গজারিয়ায় চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় গজারিয়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশরাফুল আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বালুয়াকান্দি ডা. আব্দুল গাফফার স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি আ.ক.ম. মোজাম্মেল হক, যুবদল কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাবেক সহসভাপতি ও গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আলহাজ মুহা. মুজিবুর রহমান।
অনুষ্ঠানে গজারিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ৯০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
কেকে/এএস