গাজীপুরের টঙ্গীর দক্ষিণ আউচপাড়া বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস রোডের ই.এস ট্রেডার্স নামক তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত সোয়া ২টায় অগ্নিকাণ্ডের গুদামে রক্ষিত প্রায় ৩০লাখ টাকার তৈরিকৃত তুলা, কাঁচামাল ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, ফরিদুল ইসলাম নামে একব্যক্তি দীর্ঘদিন যাবত ই.এস ট্রেডার্স নামে তুলার গুদামটি পরিচালনা করে আসছেন। শুক্রবার রাত সোয়া দুইটার দিতে হঠাৎ করে গুদামে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনের লেলিহান শিখা আশপাশের তৈরিকৃত তুলা ও তুলার তৈরির কাচামালে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৩০লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়।
এ ঘটনায় টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মো. শাহীন আলম বলেন, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি। বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণার করা হচ্ছে। এতে প্রায় ৩০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কেকে/এআর