কিশোরগঞ্জে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ ছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল কলেজের প্রধানসহ অনেক অভিভাবকগণ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ শিক্ষকদের উৎসাহ ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে।
বক্তব্য শেষে ২০২২-২০২৩ সালের এসএসসি,ভোকেশনাল,দাখিল ১৮ জন ও এইচএসসি, আলিম ২০ জন শিক্ষার্থীসহ মোট ৩৮ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা কার্যক্রমে পারফরমেন্সভিত্তিক পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেকে/এএস