কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২জুলাই) সকালে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাকছি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাকছি গ্রামের মো. দাউদের মেয়ে ফাতেমা ইয়াসমিন ও আব্দুল কাদেরের মেয়ে জান্নাতুল ফেরদাউসি। ইয়াসমিন তৃতীয় ও জান্নাতুল চতুর্থ শ্রেণীতে স্থানীয় নগর শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় নগর শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদাউস। তিনি বলেন, দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে মঙ্গলবার সকাল দশটায় পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা পুকুরে ডুবে যায়। পরিবারের লোকজন বুঝতে পেরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
কেকে/এএম