রংপুরে এলপিজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
রোববার (২০ জুলাই) জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ৫ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করেন।
এতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারকে কমিটির প্রধান করা হয়েছে। এছাড়া তদন্ত কমিটিতে পুলিশ বাহিনী, বিস্ফোরক দপ্তর, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধিকে সদস্য করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
এদিকে গ্যাস ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নতুন করে কেউ মারা যায়নি। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
উল্লেখ্য, শনিবার (১৯ জুলাই) দুপুরে রংপুর-দিনাজপুর মহাসড়কের কোলঘেষা মেসার্স সিও বাজার এলপিজি অটোগ্যাস অ্যান্ড কনভার্সন সেন্টারের গ্যাস সংরক্ষণাগারে মেরামতের সময় বিস্ফোরণ হয়। এতে ফিলিং স্টেশনের কাউন্টার, সেখানে দাঁড়িয়ে থাকা প্রায় ১৫টি প্রাইভেট কার ও অ্যাম্বুলেন্স, রাস্তায় চলাচল করা কয়েকটি যাত্রীবাহী বাস ও ৫০০ মিটারের মধ্যে থাকা বাড়ির টিনের চাল, বহুতল ভবনের থাই-জানালা ভেঙ্গে যায়।
উল্লেখ্য, এ ঘটনায় ফিলিং স্টেশনে থাকা প্রকৌশলী সেলিম রেজা (৪৫) নামে একজন নিহত হয় এবং আহত ১৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেকে/এজে