পটুয়াখালীর দশমিনায় পুলিশের অভিযানে মো. রিপন সরদার (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
রোববার (২০ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
আটকককৃত মাদক ব্যবসায়ী রিপন সরদার উপজেলা সদর ইউনিয়নের একই ওয়ার্ডের মৃত.আবুল হোসেন সরদারের ছেলে।
থানা সূত্রে যানা যায়, শনিবার রাতে গোপান সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মনির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা সদর তালুকদার বাড়ির সামনের সড়ক থেকে ইয়াবা বিক্রির সময় রিপন সরদারকে ২০ পিস ইয়াবাসহ আটক করে থানা নিয়ে আসে পুলিশ।
এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, রিপন সরদার দীর্ঘদিন যাবত নিজ ঘরে বসে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। একাধিকবার মাদক নিয়ে পুলিশের কাছে গ্রেফতার হন। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা চলমান আছে। এলাকায় ইয়াবা-গাঁজা সেবনে যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। এ বিষয় আমরা কিছু বলতে গেলে আমাদের অপমান অপদস্থ হতে হয়। আজ পুলিশ তাকে গ্রেফতার করেছে কয়েকদিন এলাকা মাদকমুক্ত থাকবে। তারা আরো বলেন এ সকল মাদক ব্যবসায়ীদের যারা পরিচালনা করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুল আলীম খোলা কাগজকে জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শনিবার রাতে দশমিনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে রিপন সরদার নামের একজন মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবাসহ সহ গ্রেফতার করা হয় । তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন উপজেলায় মাদ্রকদ্রব্য ব্যবসায়ী, সেবন, বেঁচা-বিক্রি, নির্মূলে দশমিনা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/ এমএস