জলবায়ুর ভারসাম্য রক্ষা ও খাসজমির যথাযথ ব্যবহারের লক্ষ্যে মাগুরার মহম্মদপুরে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। মধুমতির পাড়ে ১১ হাজার ৮০০ গাছ রোপণের মাধ্যমে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) উপজেলার মধুমতি নদীর তীরবর্তী জাঙ্গালিয়া এলাকায় খাসজমিতে বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শাহিনুর আক্তার।
নির্বাহী অফিসার নিজ হাতে গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন, যা উপস্থিত সবার মাঝে পরিবেশ সচেতনতা ও উৎসাহ সৃষ্টি করে। তিনি বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং সরকারি খাসজমিকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গাছ মানে একটি প্রাণ, আমাদের আগামী প্রজন্মের জন্য এই গাছ হবে আশীর্বাদ।
প্রণোদনা ও বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় এ বছর মোট ১১ হাজার ৮০০টি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান, মহম্মদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. আজিজুর রহমান টুটুল, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, সমাজসেবক জিয়াউল হক, তথ্য আপা প্রকল্পের এ্যামেলিয়া জামান সেতু, মহম্মদপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নওশের আলীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রতিটি গাছের সঠিক পরিচর্যার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর মনিটরিং ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে।
কেকে/এএস