নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সৎ মাকে পিটিয়ে হত্যার অভিযোগে জহিরুল ইসলাম (৩৫) ও নজরুল ইসলাম (৩২) নামের দুই ভাইকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ এর একটি দল।
মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিহত দিনু বেগমের (৬০) সৎ ছেলেদের সঙ্গে পারিবারিক ও পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার ১৪ জুলাই সকালে সিদ্ধিরগঞ্জের পশ্চিম কলাবাগ এলাকায় নিজ বাড়ির উঠানে দিনু বেগম অবস্থান করছিলেন। এসময় দুই ভাই অকথ্য ভাষায় গালিগালাজ পরে এলোপাথাড়ি কিলঘুষি ও লাথি মারতে শুরু করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরের দিন নিহত দিনু বেগমের ছেলে অটো মিশুকচালক ইব্রাহিম মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন র্যাব সদস্যরা। তদন্ত শুরু করে অভিযুক্তদের গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। অবশেষে মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বিবন্দী এলাকা জহিরুল ইসলাম ও নজরুল ইসলামকে গ্রেফতার করে র্যাব। পরে তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
কেকে/ এমএস