এলডিপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও গণতান্ত্রিক মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপিকা কারিমা খাতুন জয়পুরহাট-২ আসনে ব্যাপক গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন।
সোমবার (১৪ জুলাই) ও মঙ্গলবার (১৪ জুলাই) ক্ষেতলালের ফুলদীঘি, আলমপুর, বানাইচ, হিন্দা, ইটাখোলা, ক্ষেতলাল পৌর সভা এবং আক্কেলপুর উপজেলা সদর, পৌরসভা, গৌপিনাথপুর, তিলকপুর, মধুপুকুর, শিবপুর, কালাই উপজেলার মোলামগাড়ী, বেগুন গ্রাম, পৌর সভা, পুনট এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তিনি ।
অধ্যাপিকা কারিমা খাতুন জয়পুরহাট-২ আসনের সর্বস্তরের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, “আমরা বিএনপির পরীক্ষিত বন্ধু। যুগপৎ আন্দোলনে আমরা একসঙ্গে কাজ করেছি। আমি বিশ্বাস করি, জোটগত নির্বাচনে জয়পুরহাট-২ আসনে আমি শতভাগ মনোনয়ন পাব। আমার লক্ষ্য দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা। জনগণের সেবা করতে আমাকে একবার সুযোগ দিন।”
জয়পুরহাট-২ আসনের জনগণের দোয়া ও সমর্থন কামনা করে অধ্যাপিকা কারিমা খাতুন একটি উন্নত ও সুশৃঙ্খল সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
কেকে/এআর