টাঙ্গাইলের ধনবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুটি ঘর ভাঙচুর ও শুঁটকি মাছসহ স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাটের ঘটনা ঘটেছে ।
এ ঘটনায় সোমবার (১৪ জুলাই) রাতে ধনবাড়ী থানায় মামলা করেছেন ভুক্তভোগী পরিবার।
মামলার বিবরণ থেকে ও বাদী কুরবান আলী জানান, প্রতিবেশী মৃত তমেজ আলীর ছেলে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও তার ছেলে মিজানুর রহমান ও আমিনুর রহমান এবং ওমেদ আলীসহ তার ছেলে রাসেল মিয়া গংরা জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে দুটি বাড়িঘর ভাঙচুর করে। ঘরের টিন ও মাটি খুঁড়ে ঘরের খুঁটি তুলে ফেলে ভাঙচুর করে ছিন্নভিন্ন করে ফেলে। ঘরে থাকা আমাদের ভ্রাম্যমাণ দোকানের ৫০ হাজার টাকার শুঁটকি মাছ ও ৬০ হাজার টাকার স্বর্ণালংকারসহ নগদ ৫০ হাজার টাকা টকা এবং পাশের ঘর থেকে ২ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণের গহনা লুটে নেয় সন্ত্রাসী দল।
উক্ত ঘটনা নিশ্চিত করে বীরতারা ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি নূর মোহাম্মদ জানান, জমিসংক্রান্ত বিষয়ে বিরোধকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি নিজেরা আর্থিক স্বার্থের জন্য এ ঘটনাটি ঘটিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করেছে যা মোটেই কাম্য নয়। ঘরবাড়ি ভঙচুরের ঘটনায় দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
স্থানীয় ইউপি সদস্য মনিফা জানান, শফিকুল সন্ত্রাসী বাহিনী নিয়ে গরিব অসহায় লোকদের ঘর ভাঙচুর করে চূর্ণ করে দিয়েছে। এটা খুই অমানবিক ও দুঃখজনক ঘটনা। দোষীদের গ্রেফতারসহ কঠিন শাস্তির জোর দাবি জানাচ্ছি।
অভিযুক্ত বিবাদী শফিকুল গংদের কাছে এ বিষয়ে জানতে তাদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়। তাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও বন্ধ পাওয়া যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ধনবাড়ী থানার ওসি এস এম শহিদুল্লাহ সাংবাদিকদের জানান, শুঁটকি মাছ ব্যবসায়ীদের বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কুরবান আলী বাদী হয়ে ১৪ জুলাই রাতে ১১ জনকে আসামি করে মামলা করেছেন, মামলা নং ৫। দ্রুত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কেকে/এএস