ময়মনসিংহের ভালুকায় যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার ক্রাউন ওয়্যারস (প্রো.) লিমিটেড কারখানার সামনে এই তল্লাশি অভিযান পরিচালিত হয়।
জানা যায়, সেনাবাহিনী ও ভালুকা মডেল থানা পুলিশের যৌথ উদ্যোগে স্কয়ার মাস্টার বাড়িসংলগ্ন ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশির সময়, রাজিব পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫৭৫৭৯) থেকে পলিথিন দিয়ে মোড়ানো আড়াই কেজি গাঁজা জব্দ ও দুই ব্যক্তিকে আটক করা হয়, পরে জব্দকৃত গাঁজা ও আটককৃতদের ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন, জামালপুর সদর উপজেলার বানারের পাড় গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আব্দুস সুবাহান (৪১) ও ময়মনসিংহ সদর উপজেলার শ্যামরামপুর গ্রামের গহরের ছেলে আনু (৩৪)।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এএস