সিরাজগঞ্জ সদর উপজেলা ও তাড়াশ উপজেলা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) সকালে সদরের সয়দাবাদের যমুনা সেতুর পশ্চিমপাড় রেলওয়ে স্টেশনের দক্ষিণপাশে মহাসড়কসংলগ্ন এলাকা থেকে একজন এবং তাড়াশের ঈশ্বরপুর গ্রাম থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।
মৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, তাড়াশের ঈশ্বরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মো. শান্ত (২০)। সে এলাকায় নরসুন্দরের কাজ করত। আরেকজনের বয়স আনুমানিক ৩৫ বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি।
সদর থানার এসআই শফিউল আলম জানান, সকাল সাড়ে ১০টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড়ে অবস্থিত সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণপাশে মহাসড়কসংলগ্ন খোলা ড্রেনের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথা ও পায়ে আঘাতের চিহ্ন আছে। তাকে কেউ হত্যা করে মরদেহ ফেলে রেখেছে, নাকি মহাসড়কে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ঈশ্বরপুর গ্রামে সকালে নিজঘর থেকে শান্তর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেকে/এএস