টাঙ্গাইলের সখীপুরে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ নিজেই আজ সকালে তিনজনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে।
সোমবার (১৪ জুলাই) সকালে ভুক্তভোগী গৃহবধূ নিজেই তিনজনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—উপজেলার দাড়িয়াপুর গ্রামের লিটন (৪০) ও রফিক (৩৯)। তাদের সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামীর বাড়ি সখীপুর উপজেলার দেওবাড়ি গ্রামে। শাশুড়ির সঙ্গে পারিবারিক বিরোধের কারণে গত ১১ জুলাই রাতে কাউকে কিছু না জানিয়ে বাবার বাড়ি ছিলিমপুরের উদ্দেশে রওনা দেন তিনি। পথিমধ্যে রাত ৩টার দিকে বড় মৌষা বাজার এলাকায় পৌঁছালে অভিযুক্তরা কৌশলে তাকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় এবং সেখানে তিনজন মিলে তাকে ধর্ষণ করে। এ সময় বিষয়টি কাউকে না জানাতে হুমকিও দেওয়া হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সখীপুর থানার ওসি (তদন্ত) জানান, ভুক্তভোগীকে সোমবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, ঘটনায় জড়িত আরো এক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
কেকে/এএস