নাটোরের লালপুরে অগ্নিকাণ্ডে এক কৃষক পরিবারের স্বপ্ন পুড়ে শেষ হয়ে গেছে ।
রোববার (১৩ জুলাই) গভীর রাতে উপজেলার টিটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই গ্রামের আব্দুল হাই নামে এক কৃষকের তিনটি গরু ও চারটি ছাগলসহ গোয়ালঘরটি পুড়ে যায় ।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, মশা দূর করার জন্য গোয়ালঘরে গোবরের লাকড়ি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন কৃষক আব্দুল হাই ও তার স্ত্রী।
পরে সেই লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তেই দাউদাউ করে গোয়ালঘরে আগুন ধরে যায়। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে পার্শ্ববর্তী পাবনার ঈশ্বরদীর ফায়ার সার্ভিসে খবর দেয় ।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই তিনটি গরু ও চারটি ছাগলসহ গোয়ালঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। একমাত্র সম্বল গবাদিপশুগুলো হারিয়ে একেবারের নিঃস্ব হয়ে পড়েছেন কৃষক পরিবারটি ।
কেকে/ এএস