বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      
অর্থনীতি
আয়কর রিটার্ন ছাড়া মিলবে না ৩৯ সেবা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১০:৫০ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছর থেকে ৩৯ ধরনের সরকারি ও বেসরকারি সেবা গ্রহণে বাধ্যতামূলক করা হয়েছে বার্ষিক আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখানো। এসব সেবা গ্রহণের সময় যদি রিটার্ন জমার প্রমাণ না দেখানো হয়, তাহলে সংশ্লিষ্ট দপ্তর বা প্রতিষ্ঠানের কর্মকর্তারা সেই সেবা দিতে পারবেন না। 

গত কয়েক বছর ধরে ধাপে ধাপে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবায় রিটার্ন দাখিলের প্রমাণ বাধ্যতামূলক করা হলেও এবার নতুন অর্থবছরে তালিকা থেকে ১৩টি সেবা বাদ দিয়ে মোট ৩৯টি সেবা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

চলুন দেখে নিই, কোন কোন সেবা পেতে হলে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে—

১. ২০ লাখ টাকার বেশি ঋণ নিতে হলে।

২. কোনো কোম্পানির পরিচালক বা স্পনসর শেয়ারহোল্ডার হতে হলে।

৩. আমদানি বা রপ্তানির নিবন্ধন সনদ গ্রহণ কিংবা নবায়ন করতে হলে।

৪. সিটি করপোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়নের সময়।

৫. সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়নের সময়।

৬. সিটি করপোরেশন, পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, বিল্ডিং বা ফ্ল্যাট বিক্রি, লিজ, হস্তান্তর, বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধনের সময়।

৭. চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড সেক্রেটারি, কর আইনজীবী, একচুয়ারি, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ারদের সদস্যপদ নবায়নের সময়।

৮. মুসলিম, হিন্দু বা স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রার হিসেবে লাইসেন্স গ্রহণ বা নবায়নের সময়।

৯. ট্রেড বডি বা বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়নের সময়।

১০. স্ট্যাম্প, কোর্ট ফি বা কার্টিজ পেপার বিক্রেতা এবং দলিল লেখকের লাইসেন্স নবায়নের সময়।

১১. ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই, বন্ডেড ওয়্যারহাউস, কাস্টমস এজেন্ট, ফ্রেট ফরওয়ার্ডিং, বায়িং হাউসের লাইসেন্স গ্রহণ ও নবায়নের সময়।

১২. গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ নিতে বা বহাল রাখতে হলে।

১৩. সিটি করপোরেশন এলাকায় আবাসিক গ্যাস–সংযোগ নিতে হলে।

১৪. সিটি করপোরেশন বা ক্যান্টনমেন্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ নিতে হলে।

১৫. যেকোনো ভাড়ায় চালিত নৌযান (যেমন লঞ্চ, স্টিমার, ট্রলার, কোস্টার, বার্জ) এর সার্ভে সনদ গ্রহণ বা নবায়নের সময়।

১৬. ইটভাটা চালুর অনুমোদন নিতে বা নবায়নের সময় (পরিবেশ অধিদপ্তর বা ডিসি অফিস)।

১৭. সিটি করপোরেশন, জেলা সদর বা পৌর এলাকার ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করাতে হলে।

১৮. কোনো কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ নিতে বা নবায়নের সময়।

১৯. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে বা নবায়নের সময়।

২০. আমদানির জন্য ঋণপত্র (L/C) খোলার সময়।

২১. ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত খুলতে বা চালু রাখতে হলে।

২২. ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে হলে।

২৩. স্থানীয় সরকার বা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে।

২৪. প্রতিষ্ঠান বা উৎপাদন কার্যক্রমে তত্ত্বাবধায়ক পদে কর্মরত ব্যক্তির বেতন-ভাতা নিতে হলে।

২৫. দশম গ্রেড বা তদূর্ধ্ব পর্যায়ের সরকারি কর্মকর্তা হলে বেতন-ভাতা গ্রহণে।

২৬. স্বাভাবিক ব্যক্তি ছাড়া অন্য করদাতাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অর্থ পেতে হলে।

২৭. কোনো কোম্পানির কাছ থেকে অ্যাডভাইজরি, কনসালটেন্সি, ক্যাটারিং, জনবল বা নিরাপত্তা সেবার বিনিময়ে অর্থ পেতে হলে।

২৮. বিমা কোম্পানির এজেন্ট সার্টিফিকেট নিতে বা নবায়নের সময়।

২৯. মোটরযান (দ্বিচক্র/ত্রিচক্র ব্যতীত) নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নের সময়।

৩০. এনজিও ব্যুরোতে নিবন্ধিত এনজিও বা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির অনুমোদিত প্রতিষ্ঠানের নামে বিদেশি অনুদানের অর্থ ছাড়ে।

৩১. ই-কমার্স ব্যবসায় লাইসেন্স নবায়নের সময়।

৩২. কোম্পানি আইন বা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে নিবন্ধিত ক্লাবের সদস্যপদ নিতে বা নবায়নে।

৩৩. পণ্য বা সেবা সরবরাহের লক্ষ্যে দরপত্র জমা দিতে হলে।

৩৪. আমদানি বা রপ্তানির সময় বিল অব এন্ট্রি দাখিলের সময়।

৩৫. রাজউক, সিডিএ, কেডিএ, আরডিএ, গাজীপুর বা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ অথবা সিটি করপোরেশন/পৌরসভায় ভবন নির্মাণের জন্য নকশা অনুমোদনের সময়।

৩৬. সিটি করপোরেশন এলাকায় কোনো ব্যক্তিকে বাড়ি ভাড়া বা লিজ দিতে হলে।

৩৭. নির্ধারিত করদাতার কাছে পণ্য বা সেবা সরবরাহ করতে হলে।

৩৮. হোটেল, রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নিতে বা নবায়নের সময়।

৩৯. সিটি করপোরেশন এলাকায় সামাজিক, করপোরেট বা প্রশিক্ষণভিত্তিক কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য কমিউনিটি সেন্টার বা কনভেনশন হল ভাড়া নিতে হলে।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  আয়কর রিটার্ন   ৩৯ ধরনের সেবা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হৃদয়ের লড়াইয়ের পরও বাংলাদেশের বড় পরাজয়
নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি
বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জীবন্ত প্রতীক
বিএনপি ক্ষমতায় গেলে বেনাপোলে প্রথম হাসপাতাল নির্মাণ করবে : তৃপ্তি
গঙ্গাচড়ায় ধান মাড়াই মেশিনের আগুনে ক্ষয়ক্ষতি

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close