জামালপুরের দেওয়ানগঞ্জে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে হাবিবা খাতুন(৭) নামের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকালে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের সরকারপাড়ায় বকশীগঞ্জ - রাজিবপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত হাবিবা খাতুন উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘার চর সরকার পাড়া গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। সে সরকার পাড়া কওমী মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, তার মা ফুলেছা বেগম হাবিবা ও নিয়ে গরুর ঘাস নিয়ে রাস্তা পার হয়। এ সময় আকিজ কোম্পানির সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে হাবিবার ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে আটক করে স্থানীয়রা।
নিহত হাবিবা খাতুনের মা ফুলেছা খাতুন জানান, হাবিবা আমার হাত ধরে রাস্তা পার হচ্ছিল। রাস্তার মাঝখানে এসে সে আমার হাত থেকে ফসকে চাকার নিচে পরে মারা যায়।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি দেবাশীষ সাহা জানান, কাভার্ডভ্যানের নিচে পড়ে হাবিবার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/ এমএস