‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই স্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ফলমেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী এ ফলমেলা অনুষ্ঠিত হয়। এ মেলার উদ্বোধন করেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ।
এ সময় উপজলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম, শাহরিয়া আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদ আহমেদ, জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান ও আব্দুল খালেকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কেকে/এএস