কুমিল্লায় বিদেশি পিস্তলসহ এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টায় জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত ওই ব্যক্তির নাম খোকন মিয়া (৫৫)। তিনি পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং চাঁনপুর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে। অভিযান চালিয়ে তার কাছ থেকে একটি ৭.৬৫ মিমি. ক্যালিবারের পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। তিনি বলেন, অভিযান শেষে গ্রেফতার আসামি ও অস্ত্র কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা মামলা নিয়েছি। তাকে আদালতে প্রেরণ করা হবে।
জানা যায়, পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চাঁনপুর এলাকার খোকন মিয়া অবৈধ একটি পিস্তল তার বাসায় না রেখে এক শিশুর মাধ্যমে পাশের বাড়ির জহিরুল হকের বাসায় পাঠান। পরে অভিযান চালিয়ে জহিরুল হকের বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করে যৌথবাহিনী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহিরুল হক বলেন, অস্ত্রটি খোকন মিয়ার এবং তিনি নিজেই সেটি সেখানে রেখে যাওয়ার নির্দেশ দেন। আত্মীয়স্বজন এবং অন্যান্য স্থানীয় সূত্র থেকেও এ তথ্যের সত্যতা নিশ্চিত হয়েছে।
এ অভিযানে আরো এক ব্যক্তি পলাতক রয়েছে। তার নাম মো. আলম (৫০)। তিনি ডুমুরিয়া চানপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে অস্ত্রসংশ্লিষ্ট অপরাধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
কেকে/এএস