সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ      হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      
দেশজুড়ে
সেনাবাহিনীর অভিযানে কেএনএফের কমান্ডারসহ নিহত ২
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১০:৩০ এএম আপডেট: ০৪.০৭.২০২৫ ১০:৪১ এএম
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএফের আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ছবি : খোলা কাগজ

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএফের আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ছবি : খোলা কাগজ

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কেএনএফের কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে পরে সন্ধ্যা ৬টায় বান্দরবানের রুমা উপজেলার সেনা জোনে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কেএনএফের আস্তানা থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ সাংবাদিকদের সামনে প্রদর্শন করা হয় এবং সেনাবাহিনীর রুমা জোনের কমান্ডার মোহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী
নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পার্বত্য জেলার মানুষের নিরাপত্তায় কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেওয়া হবে না, সব ধরনের সন্ত্রাসীদের ধরতে অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এ সময় তিনি জানান, ৩ জুলাই ভোর ৫টায় সুনির্দিষ্ট গোয়ান্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার পলি পাংসা-মুলফিপাড়া এলাকায় কেএনএফের সশস্ত্র দল কেএনএ এর বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করা হয়। অভিযান এলাকায় তল্লাশি চলাকালে সেনাসদস্যরা সশস্ত্র সন্ত্রাসীদের দলটিকে শনাক্ত করতে সক্ষম হয়।

পরিস্থিতি বিবেচনায় কেএনএ সদস্যরা পালানোর চেষ্টা করলে উভয়পক্ষে মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। একপর্যায়ে সেনা টহল দল ঘটনাস্থলে ইউনিফর্ম পরিহিত দুজন সশস্ত্র কেএনএফের সদস্যের মৃতদেহ উদ্ধার করে।

নিহত দুজনের মধ্যে একজনের নাম পুটিং যিনি কেএনএফের নেতৃত্ব পর্যায়ের মেজর পদবির সশস্ত্র সদস্য ছিলেন আর নিহত আরেকজন কেএনএফের সশস্ত্র শাখার সদস্য ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ৩টি সাবমেশিনগান, ১টি রাইফেল, বিপুল পরিমাণ গোলাবারুদ, অস্ত্রের ম্যাগাজিন, কেএনএফ এর ব্যবহৃত ইউনিফর্ম এবং গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান সেনাবাহিনীর রুমা জোনের কমান্ডার মোহাম্মদ আলমগীর হোসেন।

প্রসঙ্গত: ২০২০ সাল থেকে পার্বত্য জেলার বম জনগোষ্ঠীর কিছু বিপথগামী যুবক কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তোলেন, আর তাদের সশস্ত্র কার্যক্রম বেড়ে যাওয়ায় তাদের নিমূর্লে ২০২২ সালের অক্টোবর মাস থেকে বান্দরবানে যৌথবাহিনীর অভিযান শুরু হয়।

এদিকে যৌথবাহিনীর অভিযানে এই পর্যন্ত কেএনএফের প্রায় ১২০ জন সদস্য ও সহযোগীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী, আর তাদের নামে বান্দরবান সদরসহ বিভিন্ন উপজেলায় হয়েছে বেশ কয়েকটি মামলা।

কেকে/এএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

তালায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
সারিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
রায়পুরে কম্পাউন্ডার-ফার্মেসি মালিকের দ্বন্দ্বে খামারির নয়টি হাঁসের মৃত্যু
টেকসই উন্নয়নে এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধির তাগিদ

সর্বাধিক পঠিত

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বাঞ্ছারামপুরে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close