নারায়ণগঞ্জ জেলা যুব দলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও স্কুলের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২ জুলাই) উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক যেমন, নারায়ণগঞ্জকে সবুজায়ন ও পরিচ্ছন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশেই নেতাকর্মীরা গাছ লাগানোর কাজ শুরু করেছেন। রূপগঞ্জেও এ কর্মসূচি অব্যাহত রয়েছে।
কেকে/এএস