বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      
দেশজুড়ে
৪৪তম বিসিএসে দেশসেরা পুলিশ ক্যাডার জুড়ীর শরীফ খান
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৬:১১ পিএম
মেধাবী শিক্ষার্থী শরীফ খাঁন। ছবি : প্রতিনিধি

মেধাবী শিক্ষার্থী শরীফ খাঁন। ছবি : প্রতিনিধি

৪৪তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে আলোচনায় এসেছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার মেধাবী শিক্ষার্থী শরীফ খাঁন। তার এ অসাধারণ সাফল্যে সারা উপজেলায় বইছে আনন্দের বন্যা। 

শরীফ খাঁন মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলসাঙ্গন গ্রামের সন্তান। তার বাবা সিরাজ উদ্দিন ও মা জ্যোৎস্না খানম—উভয়েই সাধারণ পরিবার থেকে আসা হলেও সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে সব সময় উৎসাহ দিয়েছেন।

শরীফ খাঁনের শিক্ষা জীবনের শুরু হয় নয়াবাজার ফাজিল মাদ্রাসা থেকে, যেখানে তিনি ২০১৩ সালে দাখিল ও ২০১৫ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ২০১৬-১৭ সেশনে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি একনিষ্ঠতা, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে গড়ে তোলেন একজন আদর্শ ছাত্র হিসেবে।

পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া নৈতিক মূল্যবোধ ও আত্মবিশ্বাস তার বিসিএস প্রস্তুতির পথকে সহজ করে তোলে। শিক্ষক ও সহপাঠীদের মতে, শরীফ খাঁন সব সময় লক্ষ্য স্থির রেখে পড়াশোনায় মনোযোগী ছিলেন এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে কঠোর পরিশ্রম করেছেন। বিসিএস পরীক্ষায় তার সফলতা শুধু জুড়ী নয়, পুরো মৌলভীবাজার জেলাকেই গর্বিত করেছে।

স্থানীয়ভাবে জানা গেছে, শরীফ খাঁনের এই কৃতিত্বে এলাকাবাসীও ভীষণ খুশি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে মসজিদ, বাজার সর্বত্রই তার প্রশংসা চলছে। অনেকেই মনে করছেন, এ অর্জন প্রমাণ করে দিয়েছে মাদ্রাসা শিক্ষার্থীরাও উচ্চপর্যায়ে সাফল্য অর্জনে সক্ষম এবং সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রম থাকলে যেকোনো ক্ষেত্রেই সফল হওয়া যায়।

শরীফ খাঁন তার প্রতিক্রিয়ায় বলেন, এ সাফল্য আমি আমার বাবা-মা, শিক্ষক এবং পরিবার-পরিজনের উৎসাহ ও দোয়ার ফল হিসেবে দেখছি। আমি চাই, আমার অর্জন যেন আগামী প্রজন্মের শিক্ষার্থীদের উৎসাহ জোগায় এবং সবাই যেন স্বপ্ন দেখতে শেখে। তিনি দেশের জন্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকারও ব্যক্ত করেন।

তার এই কৃতিত্ব অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠবে জুড়ী উপজেলার শিক্ষার্থীদের জন্য। শরীফ খাঁনের মতো তরুণদের সফলতা প্রমাণ করে, দেশীয় প্রতিভা ও চেষ্টা থাকলে বিশ্বদরবারে স্থান পাওয়া কোনো দূর স্বপ্ন নয়।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হৃদয়ের লড়াইয়ের পরও বাংলাদেশের বড় পরাজয়
নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি
বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জীবন্ত প্রতীক
বিএনপি ক্ষমতায় গেলে বেনাপোলে প্রথম হাসপাতাল নির্মাণ করবে : তৃপ্তি
গঙ্গাচড়ায় ধান মাড়াই মেশিনের আগুনে ক্ষয়ক্ষতি

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close