খোলা কাগজে সংবাদ প্রকাশ
ঈশ্বরদী বাইপাস স্টেশনে ছাউনি নির্মাণে রেলওয়ের উদ্যোগ
তুষার ইমরান, (লালপুর) নাটোর
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৪:০৭ পিএম আপডেট: ৩০.০৬.২০২৫ ৬:৩৪ পিএম

নাটোরের লালপুরে অবস্থিত ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে ছাউনির অভাবে যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ নিয়ে গত ১৯ জুন খোলা কাগজে প্রকাশিত হয় প্রতিবেদন—‘ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ছাউনির অভাবে দুর্ভোগ’। সংবাদটি প্রকাশের পরই বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে যাত্রীসেবার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।
প্রতিদিন এই গুরুত্বপূর্ণ স্টেশন দিয়ে ১৪ থেকে ১৬টি ট্রেন চলাচল করে এবং যাতায়াত করেন প্রায় ১ হাজার যাত্রী। কিন্তু ছোট আকারের একটি পুরোনো ছাউনি ছাড়া স্টেশনে আর কোনো আশ্রয়স্থল না থাকায় সামান্য বৃষ্টি হলেই শত শত যাত্রী খোলা আকাশের নিচে ভিজে দুর্ভোগে পড়তেন। শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের জন্য এ পরিস্থিতি ছিল অত্যন্ত কষ্টকর।
সংবাদ প্রকাশের পর রেলওয়ে কর্তৃপক্ষ ত্বরিত উদ্যোগ নিয়ে স্টেশনের উভয় পাশে যাত্রী ছাউনি নির্মাণকাজ শুরু করে। ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে এবং বর্তমানে মোট ৪০০ ফুট (প্রতিটি পাশে ২০০ ফুট করে) দৈর্ঘ্যের ছাউনির নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। নির্মাণ শেষ হলে যাত্রীরা রোদ, বৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা পেয়ে স্বাচ্ছন্দ্যে ট্রেনের জন্য অপেক্ষা করতে পারবেন।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম বলেন, সংবাদ প্রকাশের পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। যাত্রীসেবার মান বাড়াতে আমরা দ্রুত কাজ শুরু করেছি।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা রেল কর্তৃপক্ষের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং খোলা কাগজ পত্রিকাকে ধন্যবাদ জানিয়েছেন জনভোগান্তির বিষয়টি সামনে আনার জন্য। তাদের প্রত্যাশা—নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ হলে ঈশ্বরদী বাইপাস স্টেশন হবে একটি উন্নত ও যাত্রীবান্ধব রেলস্টেশন।
কেকে/এএম