জাতীয় উন্নয়ন ও দেশের যোগাযোগ খাতে সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন হয়। এবং ২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতুতে শুরু হয় যান চলাচল। এরপর ৩ বছরে টোল আদায় হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। আর সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৬০৭টি।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য মতে, ২০২২ থেকে ২৩ অর্থবছরে পদ্মা সেতু দিয়ে ৫৬ লাখ ৯৪ হাজার ৮৯৯টি যানবাহন চলাচল করেছে। এ থেকে রাজস্ব আদায় হয়েছে ৭৯৮ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা।
২০২৩-২৪ অর্থবছরে যানবাহন বেড়ে দাঁড়ায় ৬৮ লাখ ১ হাজার ৩৭৪টি। আর রাজস্ব আদায় হয়েছে ৮৫০ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার ৩৫০ টাকা।
২০২৪-২৫ অর্থবছরের যানবাহন চলাচল করে ৬৯ লাখ ৭৭ হাজার ৩৩৪টি। এ থেকে রাজস্ব আদায় হয়েছে ৮৫৮ কোটি ৮৭ লাখ ২ হাজার ৫৫০ টাকা।
এতে সর্বমোট টোল আদায় হয়েছে ২৫০৭ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বলেন, গত ৩ বছরে পদ্মা সেতু দিয়ে টোল আদায় হয়েছে প্রায় ২৫শ কোটি টাকা এবং এ সময়ের মধ্যে পারাপার হয়েছে প্রায় ১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৬০৭টি যানবাহন। এটি নিঃসন্দেহে দেশের অবকাঠামো উন্নয়নের এক অভূতপূর্ব সফলতা।
তিনি আরো জানান, মূল প্রকল্পের কাজ শেষ হলেও সেতুর রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম চলমান রয়েছে। যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সেতু এবং দুই প্রান্তের সংযোগ সড়কে বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ১৪৩টি ক্যামেরা। নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থাপনায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে চারটি পেট্রোল গাড়ি। যেকোনো দুর্ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে রয়েছে দুটি রেকার এবং জরুরি চিকিৎসাসেবার জন্য সার্বক্ষণিক প্রস্তুত একটি অ্যাম্বুলেন্স।
কেকে/এএম