বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরের কালকিনিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৩ জুন) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আয়োজনে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ সড়কের দু’পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, ফুলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাদারীপুর জেলা শাখার সিনিয়র সদস্য ফয়সাল সিকদার, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শান্ত ফকির, কালকিনি উপজেলা ছাত্রদল সদস্য নাইম শেখ, সম্রাট মোল্লা, সজিব, রিয়াদ, সাকিব, সিমান্ত ফয়সালসহ অন্যরা।
কেকে/এএস