কলাপাড়ায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির টিয়া মাছ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৩:৫৯ পিএম

বিরল প্রজাতির টিয়া মাছ।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আবু সালেক (৪০) নামের এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ৪টি টিয়া মাছ বা প্যারট মাছ।
বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে এ মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। এর আগে বুধবার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় এ মাছগুলো জেলের জালে ধরা পড়ে।
বুধবার রাতে তিনি চট্রগ্রামের বাঁশখালি থেকে আল্লাহর দোয়া-৪ নামের একটি ট্রলার নিয়ে ১৭ জেলেসহ সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে গিয়েছিলেন।
৪টি মাছের ওজন ৫ কেজি। মাছগুলো নিয়ে আসার পর একনজর দেখতে ওই আড়তে ভিড় করে উৎসুক জনতা। পরে বড় পোয়া মাছের সঙ্গে নিলামের মাধ্যমে ৫শ টাকা কেজি দরে এ মাছগুলো ক্রয় করেন আব্দুল্লাহ নামের এক পাইকারি মাছ ব্যবসায়ী।
স্থানীয়ভাবে মাছগুলোকে টিয়া বলা হলেও এর বৈজ্ঞানিক নাম স্কারাস জুফার। মাছগুলো সচরাচার বাংলাদেশে দেখা যায় না। এসব মাছ ওমানের মধ্য থেকে দক্ষিণ উপকূলীয় জলসীমায় পাওয়া যায় এবং ১৯৯৫ সালে মাছটি শনাক্ত করা হয়েছিল বলে জানায় মৎস্য বিভাগ।
কেকে/এএস