শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      
দেশজুড়ে
মদন প্রশিকা অফিসে শিশু ধর্ষণেরচেষ্টা
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৫:১৪ পিএম

নেত্রকোনার মদনে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধর বিরুদ্ধে মামলা হয়েছে। 

রোববার (৮ জুন) দুপুরে মদন পৌরসভার প্রশিকা অফিসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মেয়ের বাবা রাতেই মদন থানায় মামলা দায়ের করেছেন। 

অভিযুক্ত বৃদ্ধের নাম দীনবন্ধু (৬০) মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পৌরসভার বৈশ্যপাড়া প্রশিকা অফিসের কাছে চায়ের দোকান পরিচালনা করে আসছে। 

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৈশ্যপাড়া এলাকায় দীর্ঘদিন আগে প্রশিকা নামের একটি এনজিও তাদের অফিস ঘর নির্মাণ করে। প্রায় ১০ বছর ধরে এর কার্যক্রম বন্ধ থাকায় ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে৷ প্রায় সময়েই ওখানে নানা ধরনের অপকর্ম হয়ে থাকে। তবে এক বছর ধরে প্রশিকা অফিসের কার্যক্রম শুরু হয়েছে। ওই প্রশিকা অফিসের সাথেই একটি চায়ের দোকান পরিচালনা করে দীনবন্ধু। প্রশিকা অফিসের সামনে পুকুর লিজ নিয়েছে তিনি। 

ভুক্তভোগী মেয়েটি প্রায় সময়েই প্রয়োজনে দীনবন্ধুর দোকানে আসা যাওয়া করত। রোববার দোকানে আসলে দীনবন্ধু দরকার আছে বলে প্রশিকা অফিসের ভেতরে নিয়ে যায়। পরে মেয়েটির মুখে কাপড় চেপে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে দীনবন্ধু পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে। 

ভুক্তভোগী মেয়েটির বাবা জানান, আমার ছোট মেয়েটিকে  দীনবন্ধু ধর্ষণের চেষ্টা করছে। আমাদের মানইজ্জত সবই শেষ করে দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

মদন প্রশিকা অফিসে দায়িত্বরত এলাকা ব্যবস্থাপক মাহবুব আলম জানান, দীনবন্ধু আমাদের অফিসে পুকুর লিজ নিয়েছে। সেই সুবাদে অফিসের ভেতরে যাওয়া-আসা করত। এখন এক শিশুকে ধর্ষণের চেষ্টা করছে। বিষয়টি দুঃখজনক!

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, ভুক্তভোগী মেয়েটির বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জুলাই পুনর্জাগরণে কুলিয়ারচরে ‘মা সমাবেশ’
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার
৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র
বৈরী আবহাওয়ায় মাছ শিকারে যেতে পারছে না জেলেরা
জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন

সর্বাধিক পঠিত

‘হেফাজতের সাথে বিএনপির কোনো রাজনৈতিক সম্পর্ক নাই’
‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন
একমণ চালের দামেও মিলছে না এক কেজি ইলিশ
শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close