নীলসাগর গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রিজের ডোর টু ডোর প্রকল্পের ইনচার্জ আওরঙ্গজেব সুজনের মাতা হৃদ্রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৫ জুন) বিকাল ৫টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৫ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন।
এছাড়াও আওরঙ্গজেব সুজনের মাতার ইন্তেকালে নীলসাগর গ্রুপের সকল কর্মকর্তা ও কর্মচারীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া।