ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঈদুল আযহা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৪ জুন) সকাল ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ঈদুল আজহা উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন সমস্যা ও সমাধান কার্যক্রম, নাগরিক সেবা বিষয়ক আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী, সেনাবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট সাজিদ, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মণ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাবিয়া সুলতানা ইভা, সমবায় কর্মকর্তা সাবিহা সুলতানা, আব্দুল করিম চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ, সাধারণ সম্পাদক শামীম শিবলী, ইউনিয়ন পরিষদের সচিবগণ, বিভিন্ন ভূমি অফিসের নায়েবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কেকে/এএম