শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে স্থানীয় বিএনপি।
শুক্রবার (৩০ মে) উপজেলার কালিরবাজারে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ফারুক আলম সরকার।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান সাঈদী সোহাগ।
তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে মানুষের মাঝে মিশে যেতে চাই।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করার জন্য স্থানীয় বিএনপির সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান। সেইসঙ্গে শহিদ জিয়ার আদর্শ বুকে লালন করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, জনাব মো. আব্দুস সালাম সরকার, গাইবান্ধা জেলা বিএনপির সদস্য নাজমুল ইসলাম নয়ন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান, উদাখালী ইউনিয়ন বিএনপি সভাপতি মো. এনামুল হক।
সভাটি সঞ্চালনা করেন উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান।
এ সময় কালির বাজার দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
কেকে/এএম