ফেনীর সোনাগাজীতে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের মাঝে প্রণোদনার আওতায় ১৪০ জন মাছ চাষির মাঝে বিনামূল্যে মাছের খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) খাদ্য বিতরণ উপজেলা মৎস্য অফিসার তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মইন উদ্দিন আহমেদ, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ হানিফ, সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অফিসার তাসলিমা আক্তার বলেন, ২০২৪ সালের আগস্ট মাসের ভয়াবহ বন্যায় উপজেলার মৎস্য চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ১৪০ জন চাষিকে সরকারি প্রণোদনার আওতায় ২৫ কেজি করে মৎস্য খাদ্য দেওয়া হয়েছে।
কেকে/এজে