দিনাজপুরের পার্বতীপুরে বাল্যবিবাহ ও জেন্ডারবৈষম্য রোধে উপজেলা প্রশাসন ও সহযোগী সংস্থার সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থ্যা ল্যাম্ব এর এন্ডিং চাইল্ড ম্যারেজ (ইসিএম-২) প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে সভার আয়োজন করা হয়।
এ সময় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন মোল্লা, উপজেলা সমাজেসবা কর্মকর্তা তাপস রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, ল্যাম্ব এর এন্ডিং চাইল্ড ম্যারেজ (ইসিএম-২) প্রকল্পের ব্যবস্থাপক মাহমুদুল হক, টেকনিক্যাল অফিসার নির্মলা রানী রায়, মনিটরিং অফিসার বাদল কেনেডি মুরমু ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নিকাহ রেজিস্ট্রার, সংবাদকর্মী ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাল্যবিবাহ ও বৈষম্য রোধে বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে আলোচনার পাশাপাশি নানা পদক্ষেপ গ্রহণ করা হয়।
কেকে/এএস