ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মাত্র এক সপ্তাহের মাথায় স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন জান্নাত আক্তার (২৩) নামের এক নববধূ। পারিবারিক কলহের জেরে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে হত্যা করেন তিনি।
শুক্রবার (১৭ মে) রাতে পৌর শহরের মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জান্নাতকে আটক করেছে পুলিশ।
নিহত মো. হাসান মিয়া (২৮) আখাউড়া পৌরসভার মসজিদ পাড়ার আলফু মিয়ার ছেলে। তিনি স্থানীয় সানি ফার্মেসিতে চাকরি করতেন। হাসান পৌর এলাকার ইসমাইল সরদারের বাড়িতে ভাড়া থাকতেন। এক সপ্তাহ আগে জান্নাত আক্তারকে বিয়ে করেন তিনি।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে জান্নাত আক্তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করেন। পরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, হাসান ও জান্নাতের বিয়ে হয় মাত্র এক সপ্তাহ আগে। পারিবারিক বিরোধের জেরে জান্নাত আক্তার স্বামী হাসান মিয়াকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করেন। এরপর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে জান্নাত পুলিশের কাছে স্বীকার করেছেন।
তিনি আরো জানান, শুক্রবার রাতের এ ঘটনার পর শনিবার ভোর ৫টার দিকে হাসানের মরদেহ উদ্ধার করা হয়। জান্নাতকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কেকে/এএম