পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে আরো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে অষ্টমনিষা বাজারে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ক্লাব ঘর ইউনিয়ন বিএনপি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করে আসছিল। এরপর নেতা-কর্মীরা সেখানেই দলীয় সকল কার্যক্রম চালান। রোববার দিবাগত রাতে দলীয় কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিস্ফোরিত একটি ককটেলের অংশ এবং অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/ এমএস