ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলায় মিলন আহমেদ সানি (৪১) নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ মে) সন্ধ্যায় রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নয়ন কুমারের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার পাকশী ইউনিয়নের চর রূপপুর জিগাতলা এলাকা থেকে তাকে আটক করে।
আটক মিলন আহমেদ সানি ওই এলাকার মৃত হবিবুল্লাহ ইসলামের ছেলে। তিনি পাকশী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, চলমান ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলায় তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
কেকে/এএস