শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার হাতছানি      শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল      
দেশজুড়ে
৭ মাস ধরে বেতনভাতা নেই, গ্রাম পুলিশের মানবেতর জীবনযাপন
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১২:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৬নং কালিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাবু কানাই রবিদাস ৭ মাস ধরে বেতনভাতা পাচ্ছেন না। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। কোথাও তিনি প্রতিকার পাচ্ছেন না বলে তার অভিযোগ।

জানা যায়, সখীপুর উপজেলার কচুয়া গ্রামের মৃত বাবু লক্ষণ দফাদারের পুত্র বাবু কানাই রবিদাস দীর্ঘ দিন ধরে  ৬নং কালিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কাজ করছেন। সম্প্রতি কালিয়া ইউনিয়ন পরিষদ ভবন থেকে জব্দকৃত একটি মোটরসাইকেল, পুরোনো জেনারেটর, চেয়ার টেবিল, ফ্যান এবং কিছু কাগজ পত্র চুরি যায়। ইউপি চেয়ারম্যান চুরির বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে গ্রাম পুলিশ কানাই রবিদাস উপজেলা প্রশাসনকে গোপনে অবহিত করেন।

 এ ঘটনায় ইউপি চেয়ারম্যান জামাল হোসেন তার ওপর ক্ষিপ্ত হন। এরপর অফিসে গেলে  হাজিরা খাতায় সই দিতে মানা করা হয়। একপর্যায়ে তার বিরুদ্ধে অফিসে অনুপস্থিতি এবং কর্তব্য কাজে অবহেলার অভিযোগ এনে উপজেলা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন ইউপি চেয়ারম্যান। উপজেলা প্রশাসন গত ২৪ অক্টোবর দায়িত্ব ও কর্তব্য পরিপন্থি আচরণের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেন।

জবাবে কানাই রবিদাস জানান, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমসহ সব কাজে প্রথম স্থান অর্জন করেছেন। নৈতিকতা ও শৃঙ্খলা বিরোধী কাজ কখনো করেননি। শুধু অন্যায়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলকভাবে বানোয়াট অভিযোগের শিকার হয়েছেন তিনি।

কানাই জানান, বহুবার উপজেলা প্রশাসন এবং ইউপি চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছেন। কিন্তু কেউ তাকে পাত্তা দিচ্ছেন না। একমাত্র আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় দুই সন্তান ও স্ত্রী নিয়ে অনাহারে দিন কাটছে তার। তাকে এখন চাকরিচ্যুত করার জন্য জাল স্বাক্ষরে পদত্যাগপত্র তৈরি করেছেন ওই ইউপি চেয়ারম্যান।  

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. জামাল হোসেন সব অভিযোগ অস্বীকার করে জানান,  গ্রাম পুলিশ কানাই লাল তাকে অশিক্ষিত চেয়ারম্যান বলে প্রায়ই উপহাস করে থাকেন। কখনোই সে সঠিকভাবে দায়িত্ব পালন করে না। কর্তব্য কাজে অবহেলা ও আপত্তিকর আচরণের কারণে তার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়। সেই প্রেক্ষিতেই উপজেলা প্রশাসন তার বেতনভাতা বন্ধ রেখেছেন।

সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রনি জানান, দায়িত্ব পালনে অবহেলার কারণে তার ভাতা বন্ধ রয়েছে। কানাই লাল উপজেলা নির্বাহী অফিসার অথবা জেলা প্রশাসকের কাছে না গিয়ে কেন সাংবাদিকের দ্বারস্থ হয় তা তিনি বুঝতে পারছেন না। সমস্যার সমাধান চাইলে তার কাছেই তাকে আসতে হবে।

কেকে/এএস


মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আমনের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক
বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
ডিএনএ’র মাধ্যমে সনাক্ত হবে মরদেহ, পরিবার চাইলে নিতে পারবেন গ্রামে
যুক্তরাষ্ট্র না রাশিয়া, সাগরের তলদেশের শক্তিতে কে এগিয়ে?
আশুলিয়ায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

সর্বাধিক পঠিত

‘শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি’
‘কাঁচামিঠে ফলের ছড়া’ বইয়ের মোড়ক উন্মোচন
শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বানচাল
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার
রক্তের ইতিহাস ভুলে গেলে চলবে না: মির্জা ফখরুল

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close