সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান ও মেয়ে সানজিদা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৫ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকার আদালতে এ সংক্রান্ত আবেদন দাখিল করেন। আবেদনে বলা হয়, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানে এমন কিছু তথ্য উঠে এসেছে, যা থেকে অনুমান করা যাচ্ছে— বিদেশে অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারেন তিনি ও তার পরিবারের সদস্যরা। একইসঙ্গে তার নিজের ও স্বার্থসংশ্লিষ্টদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
দুদকের আবেদনে আরো উল্লেখ করা হয়, ‘বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।’ তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের কাছে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়।
আদালতের নির্দেশনা পাওয়ার পর সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কাছে নিষেধাজ্ঞা কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
কেকে/এএম