বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      
দেশজুড়ে
চাঁদাবাজিতে বাঁধা, টঙ্গীতে ৬ বিএনপি কর্মীকে কুপিয়ে জখম
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৬:৪৬ পিএম আপডেট: ০৩.০৫.২০২৫ ৬:৫৯ পিএম
আহত বিএনপি কর্মী। ছবি : প্রতিনিধি

আহত বিএনপি কর্মী। ছবি : প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় বিএনপির ৬ নেতাকর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামীপন্থী গাজীপুর জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে। 

শনিবার (৩ মে) ভোররাতে স্থানীয় মা টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, ৫৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ও গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির যুগ্মসাধারণ সম্পাদক শাহাদাত হোসেন (৪৪), সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহাগ (৪৫), সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন, (৪৪), বিএনপি কর্মী আবু সাইদ, মহর আলী ও হেলাল।

ভুক্তভোগীরা জানায়, গত কিছুদিন যাবৎ সোনালী টোব্যাকো রোড, তালতলা রোড, ন্যাশনাল টিউব রোড ও তমিজি হক রোডে অবৈধ ভাবে পার্কিং করা গাড়ি থেকে গাজীপুর জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা উত্তোলন করছিল একটি চক্র। যার একটি অংশ পায় গাজীপুর জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি। এই চাঁদাবাজির বিরোধিতা করে আসছিল স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নেতারা। এর সুত্র ধরে বৃহস্পতিবার গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির অফিসে ঢুকে হুমকি প্রদান করেন ইউনিয়ন সভাপতি আব্দুর রশিদ ভুঁইয়া। এঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেন তারা।

এরপর শনিবার ভোররাতে ইউনিয়নের শ্রমিক নেতা সেলিম ওরফে হাতি সেলিমের নেতৃত্বে সানাউল্লাহ, মারুফ সহ তিনটি ট্রাক করে শতাধিক সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে গুরুতর আহত হন সাহাদাত, সোহাগ, হেলাল, ইউসুফসহ ছয় জন। পরে আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহাদাত ও হেলালকে হাসপাতালে ভর্তি করেন এবং গুরুতর আহত সোহাগকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

ভুক্তভোগীদের দাবী, মালিক সমিতি সাধারন সম্পাদক আজাদ হোসেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ ভুঁইয়া ও সাধারণ সম্পাদক শামসুল হক রানার নির্দেশে এই হামলা চালায় সন্ত্রাসীরা। এই তিন নেতা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম ও আজমত উল্লা খানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। 

গাজীপুর জেলা ট্রাক কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ ভুঁইয়া বলেন ঠিকাদার মালিক সমিতির লোক জন ভোর রাতে চালকদের কাছে চাঁদা চাইতে গেলে চালকরা চাঁদা দিতে অস্বীকার করে। এসময় তারা চালকদের মারধর করলে চালকরা সংঘটিত হয়ে তাদের মারধর করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  চাঁদাবাজি   বাঁধা   টঙ্গী   বিএনপি কর্মী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হৃদয়ের লড়াইয়ের পরও বাংলাদেশের বড় পরাজয়
নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি
বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জীবন্ত প্রতীক
বিএনপি ক্ষমতায় গেলে বেনাপোলে প্রথম হাসপাতাল নির্মাণ করবে : তৃপ্তি
গঙ্গাচড়ায় ধান মাড়াই মেশিনের আগুনে ক্ষয়ক্ষতি

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close