নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আরো ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিতরা হলেন-শামীম (২৪) ও হাবিবউল্লাহ (২৮)।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আব্দুল খালেক (৪০) ও সেলিম (২৬) নামের অপর দুই আসামিকে খালাস প্রদান করা হয়। রায় ঘোষণার সময় একমাত্র আব্দুল খালেক আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক কাউয়ুম খান জানান, ২০১৯ সালের ৩০ মে ভোরে আড়াইহাজার উপজেলার কাহেন্দী এলাকার গীরবউল্লার মাজার এলাকার মৃত রহম আলীর ছেলে স্বপনকে (৩৫) কুপিয়ে আহত করে অভিযুক্তরা। পরেরদিন ঢাকায় চিকিৎসারত অবস্থায় মারা যায় স্বপন। এ ঘটনায় নিহতের বোন জাহানারা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরো জানান, বিচারপ্রক্রিয়া শেষে অভিযুক্তদের মধ্যে শামীম ও হাবিবউল্লাহকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। বাকি দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়।
কেকে/এএস