চুয়াডাঙ্গার দামুড়হুদায় সংবাদ সংগ্রহের জের ধরে দৈনিক যুগান্তর প্রতিনিধি ও দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলকে বিএনপি নেতা নাহারুল ইসলাম মোবাইল ফোনের মাধ্যমে তুলে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে।
মোবাইলে নাহারুল বলেন, আমার নামে কোন কথা বলবি না। তোমার খবর আছে। বড্ড বাড় বেড়ে গেছো, তোমাকে দেখে নেওয়া হবে সহ বিভিন্নভাবে হুমকি দেন। পাশে থেকে একজন বলে সালাকে তুলে নিয়ে আসবো বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে দামুড়হুদা উপজেলার দর্শনা আজমপুর মডার্ন আলো ফার্মেসির সামনে মোবাইল ফোনে এই হুমকি দেয় দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ প্রত্যাশি নাহারুল ইসলাম মাস্টার। তিনি দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার পরানপুরের মৃত শামসুদ্দিনের ছেলে।
এ ঘটনায় পর বুধবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে সাংবাদিকরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এক জরুরি সভার আয়োজন করে। সভায় উপস্থিত সকল সাংবাদিকবৃন্দের একত্রে সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি নেতা নাহারুল ইসলামের নামে রাতেই দর্শনা থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।
ঘটনা সূত্রে জানাযায়, দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলায় প্রায় ৩ বিঘা একটি জমির মালিকানা নিয়ে শাহিন আলী গং ও শাহাজাহান গং এর মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় দু'পক্ষের মধ্যে চুয়াডাঙ্গা আদালতে একাধিক মামলা রয়েছে। মামলা পর ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করে চুয়াডাঙ্গা আদালত এই সংক্রান্তে একটি সাইনবোড লাগানো আছে।
বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১ টর দিকে শাহাজাহান গং দর্শনাসহ এলাকার ৪০/৫০ জন সন্ত্রাসী বাহিনী হাসুয়া, কুড়ুল, সাবল নিয়ে একত্রে হয়ে উক্ত জমিতে থাকা সাইনবোড শরিয়ে ফেলে আম গাছ, মেহগনি গাছ, শেগুন গাছ সহ অন্যান্য গাছ কাটা শুরু করে। শাহিন গং ও স্থানীয়রা প্রতিহিত করে দামুড়হুদা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসে।
এ সময় সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থল জয়রামপুর কাঠালতলায় দুপুর ১২ টার দিকে দৈনিক যুগান্তর পত্রিকার দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ও দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল পৌঁছায়। ঘটনাস্থলের ভিডিও ও ঘটনার বিবরণী ভিডিও ধারণ করে বাড়ি ফিরছিলেন পিপুল। দুপুর ০২.১৫ ঘটিকার সময় দর্শনা থানাধীন আজমপুর মডান ক্লিনিকের সামনে আলো ফার্মেসীতে ঔষধ কেনার জন্য প্রবেশ করে। দুপুর ০২.২১ ঘটিকার বিএনপি নেতা নাহারুল ইসলাম মোবাইলে ফোন দিয়ে জয়রামপুরে ঘটনায় তার নামে বদনাম করেছি অভিযোগে তুলে বিভিন্ন হুমকি ধামকিসহ তুলে নিয়ে আসের হুমকি-ধামকি প্রদান করে। বিষয়টি দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ জানালে প্রেসক্লাবে সন্ধ্যায় একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।
জরুরী সভায় সভাপতিত্ব করেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল সহ-সভাপতি মাহমুদ হাসান রনি সাধারন সম্পাদক ওসমান আলী, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, সহসাধারণ সম্পাদক মনিরুজামান সুমন, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান যুদ্ধ, সাধারণ সম্পাদক মোঃ হানিফ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাবেক সভাপতি আওয়াল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন প্রমুখ।
জরুরী সভাই প্রেসক্লাবের সকল সদস্যের সম্মতিক্রমে দর্শনা থানায় সাধারণ ডায়েরিসহ আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত মোতাবেক রাতেই দর্শনা থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন সাংবাদিক ইকরামুল হক পিপুল।
কেকে/এআর